নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) নূরানী তালিমূল কুরআন বোর্ড বরিশাল বিভাগের অধীনে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী বিভাগজুড়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ উপলক্ষে পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নূরানী তালিমূল কুরআন বোর্ড বরিশাল বিভাগের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আহমাদুল্লাহ মাদানী।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বোর্ডের পরিচালক মাওলানা আঃ কাদের, সহকারী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রফিউদ্দিন নজরুল, প্রশিক্ষক ওসমান গণী, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।
পরীক্ষার প্রথম দিনে বোর্ড কর্তৃপক্ষ নগরীর হাজ্বী আঃ গণী নূরানী মাদ্রাসা, সিকদার পাড়া নূরানী মাদ্রাসা, মাহমুদিয়া মাদ্রাসা, খাজা মঈনুদ্দিন চিশতী মাদ্রাসা ও হোসাইনিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এসময় বোর্ড চেয়ারম্যান বলেন, নূরানী শিক্ষাব্যবস্থা শুধু পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের শিশুদের নৈতিকতা, চারিত্রিক উন্নয়ন ও শুদ্ধভাবে কুরআন শিক্ষার মজবুত ভিত্তি গড়ে দেয়।
আজকে সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর পরীক্ষা অংশগ্রহণ দেখে আমরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নিজের জীবনে কুরআনের আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।