শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

ভারতের উত্তরপ্রদেশে গো-হত্যার অভিযোগে যুবককে পিটিয়ে খুন

বাংলাদেশ বাণী ডেস্ক॥

উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে গো-হত্যার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ২৯-৩০ ডিসেম্বরের মধ্যবর্তী রাতের।

নিহতের নাম শাহেদিন। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা রয়েছে।

তদন্তকারী পুলিশকর্মী মোহিত চৌধুরী বলেন, ‘শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসেছিল। গোস্ত বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে।’

পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গো-হত্যার অভিযোগে গ্রেফতার করে।

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তার পরিবার জানিয়েছে। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরো পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

রিয়াজ ফরাজি ।। ফিলিস্তিনে গনহত্যা ও হামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *