রবিবার, মে ৪, ২০২৫

কোচ ফাহিমকে নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ বানী ডেস্ক ‍॥

বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বে এখন উত্তপ্ত ক্রিকেট পাড়া। অভিযোগের তীর বিসিবি সভাপতির দিকে। নিজ কক্ষে উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে ফাহিমকে অপদস্ত করেন ফারুক আহমেদ।

গতকাল রোববার দুপুর থেকেই ক্রিকেট পাড়ায় ছড়াতে থাকে এই খবর। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারছিলেন না কেউ। অবশেষে ফাহিম নিজেই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয় ফারুক আহমেদকে নিয়ে। সবাই অপেক্ষায় ছিল এই প্রসঙ্গে কী জানান বিসিবি সভাপতি। অবশেষে গতরাতে মুখ খোলেন ফারুক।

গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, ‘যখন কাজের মাত্রা বেশি ও লোকসংখ্যা কম থাকে, তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই তিনি হয়তো চিন্তা করেছেন, কাজ ঠিকমতো করতে পারছেন না।’

এরপর অভিযোগ বিশ্লেষণ করে সেদিনের ঘটনা সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘সেদিন ওপেনিং সিরিমনি (বিপিএলের) ছিল, উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, টিকিটের চাপ ছিল। সব মিলে দিনটা আমার জন্য ভালো ছিল না। আপনারা জানেন প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছিল। এ নিয়ে আমি মন্তব্য করিনি, এখনো করছি না। তবে ঘটেছিল।’

তিনি বলেন, ‘তখন কার সাথে কী বলেছি, হয়তো আমার মনেও নেই। তবে একটা প্রতিষ্ঠানে মতের অমিল হওয়াটা খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো যখন আগে প্রেসে চলে আসে, তখন দোষের। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।’

তবে এরপর ফাহিমকে সম্মান জানিয়ে ফারুক বলেন, ‘সমস্যার সমাধান হয়ে গেছে, ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমার সিনিয়র প্লেয়ার, অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে তিনি হয়তো মনঃক্ষুন্ন হয়েছেন। যেকোনো কিছুই কথা বলে ঠিক করে ফেলা যায়। মোটকথা, আমরাও বিষয়টার সমাধান করে ফেলেছি।’

আরো পড়ুন

Amtali

আমতলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আমতলী প্রতিনিধি: আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *