মো. মাকছুদুর রহমান পাটোয়ারী।।
ভোলার দৌলতখানে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃর্ধা বাড়ির পুকুরে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুকুর মালিক আব্দুল কাদের বাচ্চু জানান,২০২৫ সালে তিন বছরের জন্য তিনি পুকুরটি লিজ নেয়। লিজ নেওয়ার পর থেকে একই বাড়ির আলমগীর বিরোধিতা করে আসছে।
এ ছাড়াও তাদের সাথে জমিজমা বিরোধ রয়েছে। আমরা তাদেরকে সন্দেহ করছি। আমরা দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।