বাংলাদেশ বাণী ডেস্ক ॥
বরিশালে আওয়ামী লীগের ব্যবসায়ী ও স্বৈরাচার সরকারের অর্থের যোগানদাতা দুই ব্যবসায়ীর কাছ থেকে ফুল গ্রহণ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা এবায়দুল হক চান। তিনি যে কোনো নির্বাচন ছাড়া বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি হয়েছেন, তা নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বরিশাল মেট্রো চেম্বার সভাপতি নিজাম মৃধা, যিনি আওয়ামী লীগের নেতা এবং অর্থের যোগানদাতা, এবং ওমেন চেম্বার সভাপতি বিলকিস জাহান লিলি, যারা বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, তাদের এই উদ্যোগে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, আওয়ামী লীগের এই ব্যবসায়ীদের কাছ থেকে কেন ফুল নিলেন এবায়দুল হক চান, তা নিয়ে তীব্র আলোচনা চলছে।
এছাড়া, জানা গেছে যে, এবায়দুল হক চান তার অসাংগঠনিক কর্মকাণ্ডের জন্য দলের পক্ষ থেকে বারবার তিরস্কৃত হয়েছেন। বিগত আন্দোলন সংগ্রামে তার কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না, তবে ৫ আগস্টের পর তিনি নিজেকে বিরাট নেতা হিসেবে উপস্থাপন করছেন এবং আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। এতে বিএনপির সাধারণ নেতাকর্মীরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “এবায়দুল হক চান আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য। ৫ আগস্টের পর, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ রয়েছে যে, পতিত স্বৈরাচারী দলের কোনো নেতা বা দোসরের সঙ্গে সম্পর্ক রাখলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে নতুন করে কিছু বলতে চাই না।”
এদিকে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান জানান, তিনি ফুল গ্রহণ করেছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে। বর্তমানে তিনি ঢাকায় আছেন এবং পরে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন।