সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
BU
BU

মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক‍॥
ঢাকায় ছয় দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই সমাবেশ হয়। এসময় ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ শিক্ষকদের ৬ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
ববি শিক্ষার্থী জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা দেন, ভূমিকা সরকার, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম শাহেদ, সিরাজুল ইসলাম, রাকিব আহমেদ প্রমুখ।
ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, যৌক্তিক দাবি আদায়ের কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। সেই অধিকার থেকেই শিক্ষকরা সরকারের কাছে তাদের দাবি জানিয়েছিল। কিন্তু পুলিশ আন্দোলনরত শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। যা জনগণের সঙ্গে স্বৈরাচারি আচরণ। তাই অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দিয়ে দাবি আদায় করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গতঃ গত রোববার দুপুরে ঢাকার শাহাবাগে চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় ছয় শিক্ষক আহত হন।

আরো পড়ুন

এবার মামলা করলেন জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার তাপস

নিজস্ব প্রতিবেদক ।। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *