শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
gournadi
gournadi

গৌরনদীতে “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

 গৌরনদী প্রতিনিধি ‍॥

গৌরনদী উপজেলার চাঁদশী ও মাহিলাড়া ইউনিয়নে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চাঁদশী ও মাহিলাড়া ইউনিয়নের ৭টি হাইস্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় চাঁদশী ইউনিয়নের ৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

এ আলোচনায় অংশ নেন চাঁদশী ঈশ্বর চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম, শাহীন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ছাত্র প্রতিনিধি, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম, বাপ্পি সিকদার শিক্ষার্থী তন্মী আকতার প্রমূখ। বক্তারা সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দুপুর সাড়ে ১২টায় মাহিলাড়া ইউনিয়নের ৪টি হাইস্কুল ও দাখিল মাদ্রসার শিক্ষার্থী নিয়ে কর্মশালা মাহিলাড়া হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার, মাহিলাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার, ছাত্র প্রতিনিধি, ফকরুল আবেদীন তানভীর, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম প্রমূখ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *