শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

‎দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আর মৌরি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

‎আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উদ্যোক্তা এবি এম জিয়াদ, মো. ইব্রাহিম, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিভিডিং সোসাইটির সভাপতি মো. বাপ্পি শিকদার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা।

‎এছাড়া উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মো. মাহফুজ, যুগ্ম আহ্বায়ক মিটু তালুকদার, সাংবাদিক সোলায়মান তুহিন, এ এস মামুন, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, প্রেমানন্দ ঘরামী প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে উপজেলার ৯জন উদ্যোক্তার মাঝে মোট ১০লাখ ৬০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *