সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আর মৌরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উদ্যোক্তা এবি এম জিয়াদ, মো. ইব্রাহিম, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিভিডিং সোসাইটির সভাপতি মো. বাপ্পি শিকদার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা।
এছাড়া উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মো. মাহফুজ, যুগ্ম আহ্বায়ক মিটু তালুকদার, সাংবাদিক সোলায়মান তুহিন, এ এস মামুন, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, প্রেমানন্দ ঘরামী প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ৯জন উদ্যোক্তার মাঝে মোট ১০লাখ ৬০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।