নিজস্ব প্রতিবেদক
বরিশাল টাউন হল চত্বরে অনুষ্ঠিত ‘আলকুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশে’ ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ সব মানব রচিত ব্যবস্থা কুফরি ও শিরকি মতবাদ—যা ইসলামের মৌলিক শিক্ষা-বিধানের পরিপন্থী। তিনি দাবি করেন, গণতান্ত্রিক সংবিধান মেনে চলা ও গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ ঈমান নষ্ট করে দেয় এবং এমন অবস্থায় মৃত্যু হলে আখিরাতের ঠিকানা হবে জাহান্নাম।
শনিবার (২৯ নভেম্বর) ইসলামী সমাজ বরিশাল জেলার দায়িত্বশীল মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, “গণতন্ত্রের অধীনে জোট, ভোট ও নির্বাচন মানে আল্লাহর পরিবর্তে মানুষকে বিধানদাতা হিসেবে স্বীকার করা। কোনো ঈমানদার মুসলিম এ ব্যবস্থায় অংশ নিতে পারে না।”
তিনি আরও বলেন, সাত্ত্বিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে, আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা.) এর প্রদর্শিত পথ অনুসরণ করেই সমাজ ও রাষ্ট্র থেকে আলকুরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন করে কোরআনভিত্তিক আইন প্রতিষ্ঠা করতে হবে। এ পথই মুক্তি ও কল্যাণের একমাত্র মাধ্যম বলে মন্তব্য করেন তিনি।
আমীর হুমায়ূন কবীর বলেন, “ইসলামের দাওয়াতের মাধ্যমে সমাজে আলকুরআনের আইন প্রতিষ্ঠা হলে সকল ধর্মাবলম্বীর ন্যায্য অধিকার নিশ্চিত হবে, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে এবং দুর্নীতি কমে আসবে।”
মোহাম্মাদ আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন—মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মো. সেলিম মোল্লা, মো. আজমুল হক, শাহ আলম, হাসিবুল ইসলাম ও মো. ফিরোজ মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা দল-মত–নির্বিশেষে সবাইকে ইসলামী সমাজের আন্দোলনে শামিল হয়ে আলকুরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।