নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১২ জানুয়ারি (রবিবার) জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা ম্যাজিস্ট্রেট সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন। বিগত মাসে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
এসময় তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যকে যেকোনো অপরাধ সম্পর্কে সঠিক তথ্য প্রদানে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় তিনি বরিশাল নগরীর নথুল্লাবাদসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপদ যানজটমুক্ত করা, মাদকের প্রসার রোধ, বেলস পার্কে রাত আটটার পর শিক্ষার্থী অবস্থানের বিপক্ষে কঠোর হওয়া, সরকারি বেদখল জায়গা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় বরিশাল জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।