এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরও সমান অধিকার রয়েছে সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের। সরকার ও প্রশাসনের এমন উদ্যোগ তাদের জীবনযাত্রা সহজ ও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষে বক্তারা সমাজের সকল শ্রেণির মানুষকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।