বাংলাদেশ বাণী ডেস্ক॥
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের পাঁচ লাখ টাকার ভগ্নাবশেষ (স্ক্র্যাপ) মাল চুরির অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার বিদ্যুৎকেন্দ্রটির উপব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ধানখালী ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল মোল্লা, ছাত্রদলের সদস্য শাহীন মোল্লাসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৬ জনকে। মামলার এজাহারভুক্ত সব আসামির বাড়ি ধানখালী ইউনিয়নের গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। চুরি হওয়া মালের মধ্যে আছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে মজুত করেন। ১০ জানুয়ারি সকালে এসব মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এ সময় বিদ্যুৎ প্ল্যান্টের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। চক্রটির চুরি করা আরও এক ট্রাক মাল জব্দ করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎকেন্দ্রের শত শত টন মালামাল চুরি করে বিক্রি করে আসছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।