এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ॥
মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির (বনিক সমিতি) নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় থানা ব্রীজ সংলগ্ন নিজস্ব ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মশিউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়টি শুভ উদ্বোধন করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সাউথ বাংলা ব্যাংকের মেহেন্দিগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আঃ হাই বাপ্পি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু , বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেহোন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, লঞ্চ ব্যবসায়ী হাজী রুহুল আমিন, সমিতির সহ-সভাপতি ফরিদ মোল্লা, রেজাউল করিম খান, আমিনুল ইসলাম বেপারী, বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী মোশাররফ হোসেন হাওলাদার,পূবালী ব্যাংক পিএলসির মেহেন্দিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন, ইসলামি ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসান ও জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক রেদোয়ান ইসলামসহ বন্দরের ব্যবসায়ী, সুশীল সমাজ, প্রশাসন, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সমিতির সাধারন সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন।