গৌরনদী প্রতিনিধি॥
তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান। এ উপলক্ষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। এতে প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-পরিচালক শামীম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন খান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া। বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফকরুল আবেদীন তানভীর। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্ধোধন করেন ।