গৌরনদী প্রতিনিধি॥
তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়। দেশীয় পন্য, বাঙালী সংস্কৃতির পিঠা প্রদর্শনী, বিজ্ঞান মেলা ও ২৪‘র ছাত্র জনতার অন্দোলনের বিভিন্ন আলোক চিত্র প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাপ্পি সিকদার ও তামান্না আক্তার।
শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।