আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি।।
ফুটবলের উন্মাদনায় মুখরিত ছিল লালমোহন ইউনিয়নের ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠ। শনিবার (৯আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল ম্যাচে ৫নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৬নং ওয়ার্ড। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই গোলই আসে প্রথমার্ধে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয়।
গত ২৪জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের মোট ৮টি ওয়ার্ড অংশ নেয়। খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা-৩, (লালমোহন-তজুমদ্দিন) নিজামুল হক নাঈম।
বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন উপজেলা সভাপতি এম এ হাসান,সেক্রেটারী সোলাইমান জমাদার, পৌর সভাপতি জনাব নাজমুল আযম,প্রধান উপদেষ্টা জনাব মাওলানা ফরিদ উদ্দিন, উপদেষ্টা জনাব মো: এসহাকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন ইউনিয়ন শাখার সভাপতি মোর্শেদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি মুঃ নিজামুল হক নাঈম বলেন, “যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল গ্রামীণ ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।