বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

আগৈলঝাড়ায় সরকারি গৈলা মাধ্যমিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
সম্পন্ন হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সঞ্জয় গুপ্ত, উপজেলামাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির
সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম মাহাবুব, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ মো. বখতিয়ার, এনায়েত খান মনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহেদ ইসলাম রাতুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, মাহামুদুল আলম মিঠু, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন, ইউপি সদস্য সৌরভ মোল্লাসহ প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, খেলাধুলা হচ্ছে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের সবচেয়ে বড় চিকিৎসা। অর্থাৎ যুবকরা যদি খেলাধুলায় মনেযোগী থাকে সমাজে অপরাধ কমে আসে। তাই অবশ্যই শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় মনোযোগী
হতে হবে।

দিনব্যাপি বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা মূলক ৫৫টি ইভেন্টে অংশগ্রহন করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো পড়ুন

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুর পর ‘শেরে বাংলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *