শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
kalapara
kalapara

কলাপাড়ায় শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়াআলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা। এ খবর শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন। এসময় উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষার্থী শানজিদা মিম ও আবু রায়হান বলেন, আমাদের শিক্ষক মোস্তাফিজ হুজুরের কোন দোষ নেই তাকে মিথ্যে মামলায় জেলে নেয়া হয়েছে। অবিলম্বে তার মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানাই। ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী আ.লতিফ ও অহিদুজ্জামান জানান, আমাদের শ্রদ্বেয় শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছে। তার বিরুদ্ধে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

গত বছরের ১৫ জানুয়ারী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহী নামের এক ব্যক্তি ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীর সাথে কথা বলে মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে বিষয়টি আদালতের এক্তিয়ার। তারপরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে অধ্যক্ষের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *