শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিএনপি নেতার সুস্থতায় বোরহানউদ্দিনে জামায়াতের দোয়া মাহফিল 

এম জামাল. বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন পৌর জামায়াতের উদ্যোগে পৌর বিএনপির সেক্রেটারি মনিরুজ্জামান কবিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ই জানুয়ারি) ফজরের নামাজের পর বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত হয়ে উপজেলা আমীর অধ্যাপক মাওঃ মাকসুদুর রহমান বলেন,
মনিরুজ্জমান কবীর বৌরহানউদ্দিন উপজেলার একজন সুপরিচিত মানুষ। সবাই তাকে ভালো মানুষ হিসাবেই জানে।  তিনি নিয়মিত নামাজ পড়েন। তিনি পৌর বিএনপির সেক্রেটারি। আমরা তার সুস্থতা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন, আল্লাহই আমাদের কে অসুস্থতা দেন এবং তিনিই আমাদের কে সুস্থতা দান করেন।
 দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ আবদুর রহীম, পৌর সভাপতি মাওঃ আমান উল্যাহ, পৌর সেক্রেটারি মাকসুদুর রহমান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও নেতা কর্মীবৃন্দ। পরিবারের পক্ষ থেকে এই দোয়া আয়োজন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন পৌর শাখা কে ধন্যবাদ জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *