এম এম রহমান, ভোলা: ভোলায় আইনজীবী সমিতির অভিষেক ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ ফেব্রুয়ারী রাতে ভোলা বারের উত্তর ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ভোলার শহীদ নুর আলম ও যুব দলের আ. রহমান হত্যার মামলার চার্জশিট কেনো দেওয়া হলো না।
ভোলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ফরিদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব ডঃ মোঃ আমিরুল ইসলাম বাছেতের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ,এইচ,এম মাহমুদুর রহমান, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোঃ এহসানুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভূঁইয়া, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ভোলা জেলা বিএনপির আহবায়ক রাইসুল আলম। বক্তব্য রাখেন, ভোলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন হাওলাদার, বিএনপি নেতা হারুনুর রশিদ ট্রুম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।