শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
sarsina pir
sarsina pir

মুসলিম দাবি করতে হলে প্রকৃত মুসলিম হতে হবে: ছারছীনার পীর ছাহেব

পিরোজপুর প্রতিনিধি: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা সকলেই মুসলমান দাবি করি। মুখে মুসলিম বলে ঘোষণা দিলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম দাবি করতে হলে প্রকৃত মুসলিম হতে হবে। প্রকৃত মুসলিম হতে হলে ঈমানের বিশুদ্ধতা আবশ্যক। তাই মহান আল্লাহ তায়াল ঈমানদারদের প্রকৃত মুসলমান হওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা যদি তেতুল গাছ লাগিয়ে আম ফলের আশা করা যেমন বৃথা, তেমনি ঈমানে ভেজাল ঢুকিয়ে নিজেকে প্রকৃত ঈমানদার ভাবা একই কাজ। মনে রাখতে হবে সত্যিকার মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে আমাদেরকে অধিক পরিমাণে নেক আমল, কুরআন-সুন্নাহর সঠিক দিক-নির্দেশনা অনুযায়ী জীবন-যাপন করা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আক্বীদা অনুসরণের মাধ্যমে ঈমানের বিশুদ্ধতা অর্জন করতে হবে।

১৬ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন প্রেমনলস্থ কৈয়ারা দারুস্সুন্নাত নেছারীয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে বাদ মাগরীব জিকিরের তা’লীম ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষ করে এলাকার মুর্দেগাণদের জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *