বাংলাদেশ বাণী ডেস্ক: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন (২৭) চাঁদপুরের মতলব উপজেলার টিঅ্যান্ডটি এলাকার কেরামত আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা পরিবহনের চাকায় পিস্ট হয়ে মোটরসাইকেলের চালক তুহিন ঘটনাস্থলেই মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।