বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত

বাংলাদেশ বাণী ডেস্ক: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন (২৭) চাঁদপুরের মতলব উপজেলার টিঅ্যান্ডটি এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা পরিবহনের চাকায় পিস্ট হয়ে মোটরসাইকেলের চালক তুহিন ঘটনাস্থলেই মারা যান।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *