বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Barishal
Barishal

বরিশালে ৩ দিনব্যাপী একুশের অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক: ১৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস বরিশাল মহানগর শাখা আহবায়ক মীর আদনান আহমেদ তুহিন, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল ‍এর আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর। জোটের সদস্য সচিব সাংবাদিক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্সের সভাপতি এবায়েদুল হক চান, মূখ্য আলোচক ছিলেন অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক। আলোচনা করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিট সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক বাংলা প্রভাষক লেখক বেগম ফয়জুন নাহার শেলী, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব, শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ ন করেন বরিশাল শিশু একাডেমি, সরকারি শিশু সদন পরিবার (বরিশাল), সমাজসেবা অধিদপ্তর, জাসাস বরিশাল মহানগর শাখা, শেকড় সাহিত্য সংসদ, জাতীয় কবিতা পরিষদ
বরিশাল শাখা, বর্ণ একাডেমি ও মিরর ব্যান্ড।

১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল ৫টায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করবে বরিশাল সংস্কৃতিকেন্দ্র, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, বরিশাল সাংস্কৃতিক সংসদ, বাকলা নাট্যমঞ্চ, সূচনা সাংস্কৃতিক সংসদ, স্বরলিপি একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আরো পড়ুন

বাকেরগঞ্জে দিনব্যাপী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া জে. এম. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমধর্মী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *