বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু তোলায় ৩ ড্রেজার ম্যানেজারকে জরিমানা

বাংলাদেশ বাণী ডেস্ক: পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ ড্রেজার ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা চর সংলগ্ন রাবনাবাদ নদীতে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জানা গেছে, এ অভিযানে এমবি এআর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-১, এমবি সূর্য কিরণ-৬ ও এমবি সূর্য কিরণ-৭ নামক লোড ড্রেজারের ম্যানেজারকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু তোলারি দায় স্বীকার করায় তিন ড্রেজারের দায়িত্বরত ম্যানেজার মামুন মৃধাকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান এ জরিমানা করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০-এর ১৫ (১) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *