শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
sadia
sadia

সহকারী জজ চূড়ান্ত ফলাফলে দেশ সেরা ববি শিক্ষার্থী সাদিয়া

ববি প্রতিনিধি, জাকিয়া সুলতানা শিমু: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন হালিমাতুস সাদিয়া। টানা চতুর্থবার প্রথম স্থানকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এবার প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। সাদিয়ার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।এবার চুড়ান্ত নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে মনোনীত ১০২ জনের তালিকা প্রকাশ করা হয়। তালিকা থেকে প্রাথমিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী জজ হিসেবে মনোনীত তিন শিক্ষার্থীর নাম জানা যায়।
সহকারী জজ পরীক্ষায় ৫২ তম স্থান অর্জনকারী শিক্ষার্থী নূর-ই- নিশাত জানান, আমি প্রথমে মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জানাই। আমার সফলতার পিছনে বিভাগের পিতা ও মাতা এবং শিক্ষকদের অবদান রয়েছে।সবাই চায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে,সেই প্রতিষ্ঠার একটি জায়গায় আমি অবস্থান করতে চলেছি। দেশের মানুষদের সেবা করতে চাই ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবো।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *