বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
golam poroar
golam poroar

দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ বাণী ডেস্ক॥

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গোলাম পরওয়ারের বিরুদ্ধে ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।

গোলাম পরোয়ারের আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় চলতি বছরের ৩ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় দুদক। আদালত আজ বুধবার দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা থেকে মিয়া গোলাম পরওয়ারকে অব্যাহতির আদেশ দেন।

 

আরো পড়ুন

mujibian

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বাংলাদেশ বাণী ডেস্ক॥ ‘মুজিবিয়ান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ৮৭ নেতাকর্মীকে খুঁজছেন বরিশালের গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *