বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Sunny, icon:0, weatherInfo:101;temperature: 36;

আমতলীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আমতলী প্রতিনিধি
আমতলীতে বিএনপির চেয়ার পার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মঙ্গলবার বিকেলে হোটেল ২১ এর হলরুমে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আযোজন করে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের সভাপত্বি বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনিত বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপি ও যুবদলের সাবেক আহবায়ক মো. কবির উদ্দিন ফকির।

সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানু, সাবেক যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, বিএনপির আমতলী উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা ও সাবেক মুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজানসহ বিএনরি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে বিএনপির চেয়ার পারর্সন তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়

তালতলী প্রতিনিধি।। অদ্য ২১.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী ফিসনেট প্রকল্প এর অফিস কক্ষে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *