শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মেহেন্দিগঞ্জে ইকরা ফাউন্ডেশনের শিক্ষা ‍উপকরণ বিতরণ

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: ইকরা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জ্ঞানচর্চার অনুপ্রেরণামূলক কর্মসূচি-২০২৫ এর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর দক্ষিণ এবং চানপুর ইউনিয়নের মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক ক্লাসের ১ থেকে ৩ রোল পর্যন্ত মেধাবী শিক্ষার্থীসহ ২৫৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ‍উপকরণ বিতরণ করা হয়েছে।
উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ২২ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টায় উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, কলম-খাতা ও বাংলা অর্থসহ পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা মুজাম্মেল হক ও আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় মাওলানা নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ মোঃ ইমরান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল খালেক, সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক অফিস সম্পাদক ‍ইসলামি সংগীত শিল্পী মোশাররফ মুন্না‍‌।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *