শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
sorisha
sorisha

বরিশালে জমিতে চাষ ছাড়াই সরিষার বাম্পার ফলন

বাংলাদেশ বাণী ডেস্ক: বরিশালে জমিতে চাষ ছাড়াই সরিষার বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের মাঝে খুশির সঞ্চার করেছে। চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের কৃষক মো. গোলাম কবির জানালেন, তিনি আমন ধান কাটার আগে এক সপ্তাহ আগে সরিষার বীজ ছিটিয়ে দেন। এই পদ্ধতিতে জমিতে কোনো ধরনের চাষের প্রয়োজন হয় না, যা খরচ এবং শ্রমের ক্ষেত্রে লাভজনক হয়।

পাঁচ বছর আগে তিনি প্রথমবারের মতো বিনা চাষে সরিষা আবাদ করেন এবং সফলতা পান। তার দেখাদেখি অনেক কৃষকও এই পদ্ধতি অনুসরণ করতে শুরু করেছেন, এবং বর্তমানে প্রায় ৯০% কৃষক বিনা চাষে সরিষা আবাদ করেন। এভাবে, জমিতে চাষ ছাড়াই সরিষার ভাল ফলন পাওয়া যাচ্ছে এবং কৃষকরা সময়, শ্রম এবং খরচ বাঁচাচ্ছেন।

এ বিষয়ে ভবানিপুর গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম বলেন, তিনি গোলাম কবিরকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই পদ্ধতিতে সরিষা আবাদ করছেন এবং খরচ খুব কম হচ্ছে। নারীকৃষক ফজিলাতুন্নেছাও একই অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে, শুধুমাত্র প্রয়োজনীয় সার ও সেচ দেওয়ার পর যথেষ্ট ফলন পাওয়া যায়।

স্থানীয় সাংবাদিক আরিফুর রহমান জানান, প্রথমে অনেকেই বিনা চাষে সরিষা আবাদের কথা হাস্যকর মনে করেছিলেন, কিন্তু বর্তমানে তা সফলভাবে প্রমাণিত হয়েছে এবং বেশিরভাগ কৃষক এ পদ্ধতি অনুসরণ করছেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোসা. ফাহিমা হক জানান, বরিশালে আমন ধান দেরিতে পাকায়, তাই সরিষা বুনতে প্রয়োজনীয় সময় পাওয়া যায় না। তবে, আমন ধান মাঠে থাকা অবস্থায় বিনা চাষে সরিষা আবাদ করা সম্ভব, যা কৃষকদের জন্য একটি কার্যকরী পদ্ধতি হিসেবে কাজ করছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *