চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক দক্ষিণ আইচা বাজার শাখার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ জুন দুপুরে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের প্রবৃদ্ধি গড়ে তোলার লক্ষ্যে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক দক্ষিণ আইচা বাজার শাখার ব্যবস্থাপক (উঃ কর্মকর্তা) মো. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির ও চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্যাহ, কৃষি ব্যাংক দক্ষিণ আইচা বাজার শাখার ম্যানেজার (অপারেশন) মো. শামসুদ্দিন সোহাগ, কৃষি ব্যাংক দক্ষিণ আইচা বাজার শাখার (উঃ কর্মকর্তা) মো. দ্বীন ইসলাম, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারীর প্রধন শিক্ষক মোঃ মিজানুর রহমান। সভায় বক্তারা শিক্ষার্থীদের সচ্ছল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সঞ্চয়ের প্রবৃদ্ধির উপর জোর দিয়েছেন।
সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কৃষি ব্যাংক দক্ষিণ আইচা বাজার শাখার থেকে শিক্ষা উপকরণ ও মাক্স বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।