নিজস্ব প্রতিবেদক: মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় কাউনিয়া প্রধান সড়ক বরিশালের পরিচালনা পর্ষদ এ্যাডহক কমিটির পরিচিতি ও প্রথম সভা মঙ্গলবার সকালে বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মামুন রেজা খান। উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন মোল্লা , সহকারী প্রধান শিক্ষক খান মোঃ হারুন অর রশীদ , শিক্ষক সদস্য মোঃ মাইনুদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ।
নিয়োগ সংক্রান্ত বিষয় সুষ্ঠুভাবে সম্পাদন , বিদ্যালয় পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও আর্থিক সংকট নিরসন , শিক্ষক এবং শিক্ষার্থীদের কক্ষ সংকট , ওয়াশরুম সংকট , ফিমেইল কমন রুম সংকট সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য জোর তাগিদ দেয়ার পাশাপাশি প্রশস্ত নামাজের জায়গা নির্ধারণ, আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে পরিচালনা , এস এস সি পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সময়োপযোগী পদক্ষেপ নিতে উপস্থিত শিক্ষকদের পরামর্শ প্রদান করেন নবনির্বাচিত সভাপতি মামুন রেজা খান ।
সর্বপরি পতিত স্বৈরাচার খুনী মাফিয়া পলাতক হাসিনার দল আওয়ামীলীগ এবং তার দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনপূর্বক বিগত দিনের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দৃষ্টান্ত স্থাপন পূর্বক রেজুলেশন ব্যতীত যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন তিনি । এর আগে অনুষ্ঠানের প্রারম্ভে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মামুন রেজা খানকে সকল শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।