শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন।

ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ফেরিঘাট এলাকার মরহুম শরীফ মাওলানা আব্দুল হাদীর ছেলে।

অবরোধ শুরু হতেই দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চলা এ কর্মসূচির কারণে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, হামলাটি ছিল পরিকল্পিত। তারা অভিযোগ করেন, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ ও জুলাই যোদ্ধার নেতাকর্মীরাও অংশ নেন।

বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

আরো পড়ুন

তফসিলের আগেই রাজনৈতিক সহিংসতা; বাড়ছে উদ্বেগ-উত্তেজনা

ফাহিম ফিরোজ চলতি সপ্তাহেই ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর তফসিল ঘোষণার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *