বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাবুগঞ্জে জুলাই পুনর্জাগরণে আলোচনা সভা

বাবুগঞ্জে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাবুগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ে উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে সমবায় অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী ইমামুল হক আলীম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ শামীমা ইয়াসমিন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম, দোয়া মোনাজাত পরিচালনা করেন খানপুরা জামে মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ মাওলানা আ জ ম শামসুল আলম।

উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, আহত ও নিহত পরিবারের সদস্য এবং বিভিন্ন মাদরাসার-এতিমখানার ছাত্রছাত্রী ও কোরআনের হাফেজ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *