হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
সরোজমিনে গিয়ে জানাযায়, এ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ মালেক দেওয়ান ও মৃত আজিমুদ্দিন আকনের সাথে বিরোধ ছিল।যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।বিরোধীয় জমিতে আজিমুদ্দিন আকন পুকুর ও একটি ঘর নির্মান করে।তার মুত্যুতে সেখানে ভোগদখল করে আসছেন আজিমুদ্দিন আকনের মেয়ে জামাতা মাসুদ।
স্থানীয় অনেকে নাম প্রকাশে অনুচ্ছুক জানান গত কাল রাত আনুমানিক ৩ টার দিকে দুর্বৃত্তরা ঘটনা ঘটায়।আমরা এ বিষয়ে কথা বললে সমস্যার সম্মুখিন হতে হবে।
মৃত আজিমুদ্দিন আকনের জামাতা মাসুদ জানান আমার শশুরের এ জমি বেদখল করার জন্য মালেক দেওয়ান পায়তারা করে আসছে।গতকাল গভীর রাতে আমাদের অনুপস্তিত থাকায় তার লোকজন নিয়ে গভীর রাতে ঘরটি ভেঙ্গে ফেলে।
এ ঘটনায় মালেক দেওয়ানকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।
হিজলা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান এখনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।