শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
hizla
hizla

হিজলায় রাতের আধারে দুর্বৃত্তদের ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
সরোজমিনে গিয়ে জানাযায়, এ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ মালেক দেওয়ান ও মৃত আজিমুদ্দিন আকনের সাথে বিরোধ ছিল।যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।বিরোধীয় জমিতে আজিমুদ্দিন আকন পুকুর ও একটি ঘর নির্মান করে।তার মুত্যুতে সেখানে ভোগদখল করে আসছেন আজিমুদ্দিন আকনের মেয়ে জামাতা মাসুদ।
স্থানীয় অনেকে নাম প্রকাশে অনুচ্ছুক জানান গত কাল রাত আনুমানিক ৩ টার দিকে দুর্বৃত্তরা  ঘটনা ঘটায়।আমরা এ বিষয়ে কথা বললে সমস্যার সম্মুখিন হতে হবে।
মৃত আজিমুদ্দিন আকনের জামাতা মাসুদ জানান আমার শশুরের এ জমি বেদখল করার জন্য মালেক দেওয়ান পায়তারা করে আসছে।গতকাল গভীর রাতে আমাদের অনুপস্তিত থাকায় তার লোকজন নিয়ে গভীর রাতে ঘরটি ভেঙ্গে ফেলে।
এ ঘটনায় মালেক দেওয়ানকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।
হিজলা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান এখনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *