শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
islami-bank
islami-bank

বরিশালে ইসলামি ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের লিডারশীপ প্রশিক্ষণ

মোশাররফ মুন্না: “আদর্শ গ্রাম বাংলাদেশে প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এই স্লোগানকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি, রবিবার, বিকাল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরিশাল উন্নয়ন প্রকল্প।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্টের প্রধান, আবু সাঈদ মোহাম্মদ ইদ্রিস।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখার শাখা প্রধান, মো. নুরুজ্জামান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান, মো. সরোয়ার হোসাইন। আরডিএস প্রকল্পের সফল বাস্তবায়নে কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও আরডিএস জোন অফিসার, আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরডিএস প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নের নানা দিক তুলে ধরেন এবং ইসলামী শরীয়াহ পরিপালনে সদস্যদের গুরুত্বের প্রতি জোর দেন। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রহণ করে নিজেদের সাবলম্বী করে গড়ে তোলা সম্ভব এবং কৃষি নির্ভর দেশে কৃষি বিপ্লবের মাধ্যমে উন্নয়ন সাধন করা যেতে পারে। বিশেষ করে কৃষি নির্ভর এই অঞ্চলে অন্যান্য ফসলের পাশাপাশি অধিক মূল্যবান মসলা জাতীয় ফসল উৎপাদন করে লাভবান হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি উপস্থিত কেন্দ্র লিডারদের নানা সমস্যা শোনেন এবং তার যথাযথ উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ বরিশাল শাখার ম্যানেজার অপারেশনস ও ব্যাংকের এভিপি মো. শহিদুল ইসলাম এবং বিনিয়োগ ইনচার্জ ও ব্যাংকের এফএভিপি মো. মুশফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরিশাল শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ১১টি এরিয়ার প্রায় ৪০০ জন কেন্দ্র লিডারের মধ্যে ২২ জন শ্রেষ্ঠ কেন্দ্র লিডারকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া মোনাজাত করেন প্রকল্প কর্মকর্তা মো. ফারুক হোসেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. সরোয়ার হোসাইন প্রতি বছর এমন প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *