নিজস্ব প্রতিবেদক ।।
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে সারাদেশের মতো বরিশালে পবিত্র ঈদুলফিতর উদযাপিত হয়। সকাল আটটায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বরিশালের সর্ববৃহৎ ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
হেমায়েত উদ্দিন ঈদগাহে্র পাশাপাশি নগরীর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কশাই মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ্ ময়দানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হেমায়েত উদ্দিন ঈদগাহ্ ময়দানের জামাতে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নামাজ আদায় করেন। নামাজের আগে তাঁরা উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ নামাজে অংশগ্রহণ করেন।
ঈদ জামাত পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। এসময় তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।