বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ৪৭ এর ভাষা আন্দোলন যে কারণে ৭১র জন্ম দিয়েছে, ঠিক সে কারণেই জন্ম হয়েছে ২৪ এর। বাংলাদেশে ৫৩ বছরে বহু রাজনৈতিক নেতা খোলস পাল্টেছেন কিন্তু দেশের কোন উন্নয়ন হয়নি। তিনি মঙ্গলবার বিকেলে ঈদ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিক ও সুধীজনের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।
বাবুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন. বরিশাল জেলা এবি পার্টির আহবায়ক ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরী ও সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ন আহবায়ক প্রকৌশলী মো. সুজন, যুগ্ম সদস্য সচিব অনিক আহমেদ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান, সাংবাদিক শাহজাহান খান, আরিফ আহমেদ মুন্না, মো: আরিফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, শাহাবুদ্দিন বাচ্চু, শেখ নজরুল ইসলাম মাহবুব প্রমূখ।
এ সময় এবি পার্টির উপজেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর বাড়িতে ঈদ করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোয়ালবাথান গ্রামের ভূইয়া বাড়িতে এসেছি। ঈদের ছুটি বরিশালেই কাটাবো এবং এই অঞ্চলের মানুষের খোঁজ খবর নেব।