বোরহানউদ্দিন প্রতিনিধি ।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হাওলাদার বাড়ীর সন্তান আঁখি হাওলাদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন ও আঁখি হাওলাদার স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় দোয়ানুষ্ঠানের আয়োজন হয়।
৩০ মার্চ সন্ধ্যায় নায়েব বাড়ীর দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় এ উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হাকিমউদ্দিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক শাখাওয়াত হোসাইন হাওলাদার, আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আতিক হাওলাদার, হাকিমউদ্দিন ফাজিল মাদ্রাসার সভাপতি মিঠু হান্নান, নতুন হাকিমউদ্দিন বাজার কমিটির সভাপতি সোহেল হাওলাদার, পশ্চিম বিশারামপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, এসজেএ পাড়া বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু নোমান, টবগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন হাওলাদার প্রমুখ।
পরে বক্তারা বলেন, দুনিয়ায় জীবন ক্ষণস্থায়ী তার জলন্ত উদাহরণ আমাদের আঁখি হাওলাদার, এই তো সেদিন কত হাসি তামাশা করেছে আমাদের সাথে আজ তিনি কবরবাসী, আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার গুনাহ মাফ করে বেহেশত নসিব করেন। আমরাও সবাই তার মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়াতে মানুষের সাথে ভালো আচরণে সারাজীবন বেঁচে থাকা যায়। সভায় আঁখি হাওলাদারের পরিবারকে ঈদ উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়।