বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :
বরিশালের বাকেরগঞ্জে ৬ বছরের বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ১ মে) উপজেলার কবাই ইউনিয়নের পশ্চিম চুনাখালি গ্রামে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে ওই শিশুর (ভিকটিম) পিতা সুমন হাওলাদার অভিযুক্ত বাদল হাওলাদার (৫১) নামের একজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বাদল হাওলাদার একই এলাকার লেদু হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জ থানা পুলিশ ভিকটিম মুন্নিকে (ছদ্দনাম) উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষা ও চিকিৎসার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস সেন্টারে ( ওসিসি) প্রেরণ করেছে।
বাকেরগঞ্জ থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুর পরিবার ও ধর্ষক বাদলের পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করে। ১ মে (বৃহস্পতিবার) দুপুরে পার্শ^বর্তী ঘরের ফেরদৌসী আক্তার ধর্ষক বাদলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় শিশুটি বিবস্ত্র অবস্থায় কান্নাকাটি করছে। ফেরদৌসিসহ কয়েকজন শিশুটির বিবস্ত্র অবস্থায় কান্নার কারন জানতে বাদলের ঘরে ঢুকে দেখে বাদলও বিবস্ত্র অবস্থায় রয়েছে। এসময় বাদলকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) সবিতা রানী দাশ বলেন, আমরা ওসি স্যারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার মেয়ে, তার পরিবার ও প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানতে পারি, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টার দিকে অভিযুক্ত বাদল বাক প্রতিবন্ধী শিশুটিকে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। আমরা তাকে উদ্ধার করে ওসিসিতে পাঠিয়েছি। আসামীর বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়ে সেখানে ফোর্স পাঠয়ে শিশুটিকে উদ্ধার করে ওসিসিতে পাঠানো হয়েছে। মামলা এজাহার প্রক্রিয়াধীন। অভিযুক্ত বাদলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ##