শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল বিভাগের উন্নয়নে বহুমুখী উদ্যোগের কথা জানালেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক ।।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তায় আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার এবং গণপ্রতিনিধিত্ব বা জনপ্রতিনিধির বিকল্প নেই। একইসাথে স্থানীয় উন্নয়ন স্থানীয়দের সাথে পরামর্শ করে না করা হয় তাহলে এর সুফল পাওয়া যায় না। এক্ষেত্রেও সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধির বিকল্প নেই।

সোমবার (১৯) বিকেলে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বরিশাল মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা সম্পর্কে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সাথে তিনি এই মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি আরও বলেন, বিগত সরকারের আমলের অনেক বড় প্রকল্প আছে যা গিলতেও পারছি না, আবার ফেলতেও পারছি না। ৫০ কোটি টাকার কম কোন প্রকল্প দিলে তাৎক্ষণিক অনুমোদন ও বাস্তবায়ন করা যাবে। তবে বড় কোন প্রকল্প নেয়া হবে না, মাঝারি প্রকল্প ছাড়া। মাঝারি প্রকল্পের আওতায় ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা ছয় লেন প্রকল্প অনুমোদন করা হয়েছে। গাছ কাটা ঘরবাড়ির ক্ষতি না করেই এই প্রকল্প বাস্তবায়ন করা যাবে। সামাজিক নিরাপত্তা বরাদ্দের সুবিধাভোগীদের অর্ধেক রাজনৈতিক বিবেচনার দেয়া হয়েছে। এটা না হলে উপকাভেগীরা বেশি সুবিধা পেতো।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রকল্প অর্থায়ন নিয়ে বরিশাল গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর অবহেলা হচ্ছে। সার্ফেস ওয়াটার ব্যবহার করতে হবে, নগরীর পাশ দিয়ে বাইপাস সড়ক হবে। বরিশাল জিলা স্কুল ও বিএম কলেজের পুরানো ভবন সংরক্ষণ ও নতুন ভবন করা হবে।

ভোলার গ্যাস সম্ভাবনা থাকলেও তা উত্তোলন ও ব্যবহার করা যাচ্ছ না। গ্যাস এই অঞ্চলের জন্য ব্যবহার করতে পারলে শিল্প গড়ে ওঠা সম্ভব। শষ্য ভাণ্ডার বরিশালকে ফিরিয়ে আনতে খালগুলো সংস্কার ও সংরক্ষণে গুরুত্ব দেন।

ভোলা-বরিশাল লক্ষিপুর সেতু নির্মাণের সম্ভাব্যতা নিয়ে কাজ করছে সরকার। নকশাও তৈরি করার কাজ শুরু হয়েছে। বরিশালে ব্যবসায়িক ও কানেক্টেভিটি হাব তৈরি করে ইকনোমিক জোন করা হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য যেসব সংস্কার প্রয়োজন শুধু সেটুকুই করে নির্বাচন দেয়া হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *