নিজস্ব প্রতিবেদক :
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী সন্ত্রাসীচক্রের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ নভেম্বর নাদিরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সে রাজাপুর উপজেলার বাঘরী এলাকার কাওসার হাওলাদারের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, বাদীর সাথে আসামি মহিবুল্লাহ, আব্দুল্লাহসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আসামিরা ক্ষোভ পুষে রাখে এবং নিয়মিত বাদীপক্ষকে খুন–জখমের হুমকি দিয়ে আসছিল।
অভিযোগে আরও বলা হয়, ২৬ নভেম্বর সকাল ৮টার দিকে আসামিরা রামদা, শাবল, গাছের লাঠিসহ বিভিন্ন প্রাণনাশক অস্ত্র নিয়ে বাদীর সবজিবাগানে হামলা চালায়। সবজিবাগানের বেড়া ভাঙচুর করে লাউ, কুমড়া, পেপে, বেগুনসহ বিভিন্ন গাছপালা ধ্বংস করে প্রায় ৯৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী হামলা ঠেকাতে গেলে আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। অভিযোগে বলা হয়, এক পর্যায়ে আসামিরা শ্লীলতাহানিও ঘটায় এবং গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহত স্বাক্ষীকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদী জানান, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।
মামলাটি আদালত আমলে নিয়ে রাজাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।