সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
দীর্ঘ প্রবাস জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করলেন গৌরনদী উপজেলা যুবদলের অন্যতম নেতা সরদার মোহাম্মদ। এই উপলক্ষে ১আগস্ট (শুক্রবার) জুমার নামাজ শেষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২নং বার্থী ইউনিয়নের কটস্থল চারঘাটা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা ও সাধারণ মুসল্লিরা।
সরদার মোহাম্মদের আগমন উপলক্ষে সকালে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভূরঘাটা বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের ঢল নামে। সকাল ৯টা থেকেই শতাধিক নেতাকর্মী যুবদল নেতাকে বরণ করতে সেখানে অবস্থান নেন। গাড়িবহর পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।
এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সরদার মোহাম্মদ অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
পরবর্তীতে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। মিছিল শেষে চারঘাটা জামে মসজিদের ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
বিএনপি নেতা আ. রব আকনের সভাপতিত্বে সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের খতিব মাওলানা মো. আবু সালেহ। সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা মো. শামীম হোসেন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে চারঘাটা জামে মসজিদের সাবেক সভাপতি মরহুম সেকেন্দার আলী সরদারের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে তোবারক বিতরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।