শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মদের ব্যবসা বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের ব্যবসা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সোমবার (২জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা টেকনিক্যাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-পাবনা মহাসড়ক ঘুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান গ্রহণ করেন।

এসময় নেতাকর্মীরা ‌‘প্রলয় চাকীর আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মধ্য শহরের মদের দোকান, আর না আর না’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় সরাসরি অংশ নিয়েছে এবং ছাত্র হত্যা মামলার আসামি। পাবনা জেলা আওয়ামী লীগের প্রধান অর্থনৈতিক যোগানদাতা ছিলেন এই প্রলয় চাকী। ৫আগস্ট পরেও এই প্রলয় চাকীর মদের ব্যবসা চলছে। পাবনার শহরের মধ্যে এই মদের ব্যবসার কারণে অনেকেই মাদকাসক্ত হচ্ছেন। আশপাশের ৩-৪টা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দিনরাত সেখানে মাদকসেবীদের আড্ডা চলে। অনতিবিলম্বে তার মদের ব্যবসা বন্ধ করে তাকে গ্রেপ্তার করতে হবে।’

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খানের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাজ্জাদ হোসেন স্বপন, সালাউদ্দিন চাদু, পাভেল হাসান ডন, মাসুদ রানা বিপ্লব, মীর সানজিদ প্রান্ত, বরকতুল্লাহ, মিরাজ আহমেদ, রতন মেম্বার প্রমুখ।

আরো পড়ুন

পাংশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাকী মাহবুব রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *