নিজস্ব প্রতিবেদক ।।
নির্বাচনের চার বছর পর মেয়র ঘোষণার দাবিতে মামলা করেছেন গৌরনদী পৌরসভার বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান। সোমবার (২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে তিনি মামলাটি করেন। আদালতের বিচারক ইউনুস খান মামলাটি পরবর্তীতে শুনানীর জন্য রেখে দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। তিনি বলেন, মামলার বাদী শরীফ ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে গৌরনদী পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির শরীফের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্শান্বিত হন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান। এরপর হারিছের ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও কারচুপি করা হয়। এতে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয় হারিছ।
মামলার বাদী ও বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে স্থানীয় নেতা হারিছুর রহমান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছিল। তাই মামলা দায়ের করতে পারিনি। এখন মামলা দায়ের করেছি, আশা করছি আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাবো।
প্রসঙ্গতঃ নির্বাচনের দিন কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে এনে তৎকালীন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছিলেন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।