বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর পক্ষে ভোলা জেলার লালমোহন উপজেলায় গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির তান্ডবে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে লালমোহন উপজেলা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্লুইসগেট চাঁদ মিয়ার হাট বেরীবাধ এলাকা ও রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের পূর্ব চরউমেদ গ্রামের ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার টাকা করে প্রায় অর্ধশত পরিবারের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, লালমোহন পৌরসভার বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন,পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, যুবদলের সাধারণ সম্পাদক হাসান কাজী,রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাফর ইকবাল, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কাঞ্চন মিয়া, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন মিয়া,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া,সাধারণ সম্পাদক ইদ্রিস হাওলাদার প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।