বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চের ঈদ সার্ভিস শুরু

নিজস্ব প্রতিবেদক
অন্যান্য বছরের ন্যায় এবারো ঈদ উপলক্ষ্যে বরিশাল-ঢাকা নৌপথে যাত্রীবাহি লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে এই রুটে যাত্রীর ওপর নির্ভর করে সংখ্যা চার থেকে ছয়টি হতে পারে। নৌযান কর্তৃপক্ষের আশা, যাত্রী উপস্থিতি বাড়বে ঈদের বিশেষ সার্ভিসে। তখন ১০ থেকে ১২টি লঞ্চ সার্ভিসে আসতে পারে।

পদ্মা সেতু চালুর পর বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিসে যাত্রীসংখ্যা কমে গেলে লঞ্চমালিকরা রোটেশন করে প্রতিদিন মাত্র ২টা লঞ্চ চালিয়ে আসছে। তবে ঈদসহ যেকোন বড় ছুটিতে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় স্পেশাল সার্ভিসের মাধ্যমে যাত্রী পরিবহণ করা হয়। বরিশালের বিভিন্ন বুকিং কাউন্টার ঘুরে ঢাকা থেকে বরিশালে আসার টিকিট সংকট দেখা গেছে।

তবে আগের মতো সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছায়নি। ঘাটে থাকা একটি লঞ্চের মাস্টার মো. আলম বলেন, দীর্ঘদিন লঞ্চে যাত্রী সংকট, কর্তৃপক্ষসহ সবাই ঈদ উৎসবসহ বড় ছুটিগুলোর দিকে তাকিয়ে থাকেন। অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ঈদের আগের রোটেশন প্রথায় দুটি লঞ্চ চলাচল করত। তবে ঈদ উপলক্ষে রোটেশন তুলে দিয়ে লঞ্চের সংখ্যা বাড়াচ্ছেন তাঁরা। রোববার লঞ্চ মালিক সমিতির সভায় ৩ জুন থেকে বিশেষ সার্ভিস শুরু করা হচ্ছে। ঈদে ভাড়া বাড়বে না। সরকারি রেট অনুযায়ী সিঙ্গেল ১০০০, ডাবল ২০০০ ও ডেক ৪০০ টাকা নেওয়া হবে।

এ ছাড়া লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে ঈদের তিন দিন আগে এবং তিন দিন পরে মালবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ২২ মে মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পাটোয়ারী। বরিশাল বিআইডব্লিউটিএ‘র নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, কোরবানির ঈদে যাত্রীসেবা নিশ্চিতে তাঁরা প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে সমন্বয় সভায় ঈদে যাত্রীসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় আনসারের পাশাপাশি ক্যাডেট সদস্যরাও ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন বলে জানান তিনি।

বর্ষা মৌসুম নিয়েও প্রস্তুতি রয়েছে বলে জানান এ কর্মকর্তা। লঞ্চ চালকদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুর রশিদ নিলু বলেন, ঈদ উৎসবে যাত্রীদের যাতে স্বস্তির যাত্রা হয়, সেদিকে প্রশাসন ও লঞ্চ কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে, ঝড়-ঝঞ্ঝার এ মৌসুমে সতর্কভাবে লঞ্চ চলাচল করতে হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *