যোবায়ের হোসাইন, বন্দর প্রতিনিধি
বরিশাল সদর উপজেলার চাদপুরা ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে যুব বিভাগের কমিটি গঠন ও মতবিনিময় সভার আয়োজন করা হয় । গত ১২ জুলাই রোজ শনিবার সাহেবের হাট বাজারে ছাত্র শিবিরের কার্যলয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সদর উপজেলার নয়বে আমির মাও. ইসমাইল হোসেন নেছারী । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের যুব বিভাগের সদস্য এ্যাড.কাওছার হোসেন।
গাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রচর সম্পাদক যোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সদর উপজেলার কর্মপরিষদ সদস্য আলী আশ্রব, জামায়াতে ইসলামীর চাঁদপুরা ইউনিয়ন সভাপতি মশিউর রহমান ও সদর উপজেলার যুব বিভাগের সেক্রেটারি হাফেজ ইয়াসিন।
অনুষ্ঠানে চাঁদপুরা ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কমিটি ঘোষণা করেন সদর উপজেলার যুব বিভাগের সভাপতি গাজী মিজানুর রহমান ,
চাঁদপুরা ইউনিয়নে যুব বিভাগের সভাপতি দায়িত্বপ্রাপ্ত হন যোবায়ের হোসাইন , সহ সভাপতি মো.অলি উল্লাহ ,সেক্রেটারি সোহাগ হাওলাদার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন কাজী মেহেদী হাসান নোমান সেক্রেটারি আবু সাঈদসহ ২ ইউনিয়নে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন নেছারী বলেন এই যুবকদের হত ধরেই এ দেশর হাজারো পথ হারা যুবক ইসলামের ছায়াতলে আসবে এরাই আগামীর নতুন বাংলাদেশ গড়ার করিগর এবং আজকের যাদের উপর দায়িত্ব অর্পন করা হয়ে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন এবং দোয়া মোনাজাতের মধ্য দেয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।