নিয়ামুর রশিদ শিহাব ।।
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’- এ স্লোগানে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫। এ বছর ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২৫ জুন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ পালন করা হবে।
দিবসটি উপলক্ষে সব দেশেই সরকারি-বেসরকারি নানা কর্মসূচি পালিত হয়ে থাকে। সেই সঙ্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতা, পরিবেশ বিষয়ক সেমিনার এবং শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য সচেতনতা মূলক সেমিনারের আয়োজন করা হয় প্রতিটি দেশে।
বিশ্ব পরিবেশ দিবস সৃষ্টির পেছনে রয়েছে এক ইতিহাস। ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠি বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ জুন থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫জুনকে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষনা দেয়। ১৯৭৪ সাল থেকে ৫ জুন বিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
২০২৫ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে প্লাস্টিক দূষণ বন্ধ করি। এই প্রতিপাদ্যকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) কর্তৃক নির্ধারিত হয়েছে এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য হলো প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ। প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা, যা আমাদের পানি, খাদ্য এবং শরীরেও প্রবেশ করছে। তবে এটি একটি সমাধানযোগ্য সমস্যা, যার জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা।
এই বছর দক্ষিণ কোরিয়ায় বিশ্ব পরিবেশ দিবসের বৈশ্বিক আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে প্লাস্টিক দূষণ রোধে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন: বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি, এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা ইত্যাদি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।