আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি।।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজন করেন।
সোমবার (১৮আগস্ট) সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত একটি র্যালি উপজেলার প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ পারে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা তাসরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এইচ এম জামসেদ আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মৎস্য চাষী মোঃ আলিমুল ইসলাম আলিম মুন্সি ও মোঃ রবিউল মোল্লা। অনুষ্ঠানে ৩জন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।