নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা। গত ছয় বছর ধরে তিনি লালন-পালন করে বড় করে তুলেছেন একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়। ভালোবেসে যার নাম দিয়েছেন ‘কালো মানিক’। ঈদুল আজহার আগে সেই আদরের কালো মানিককে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ।
বুধবার (৪জুন) দুপুরে কৃষক সোহাগ মৃধা নিজেই প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।
খোজ নিয়ে জানা যায়, প্রায় ৩৫মণ ওজনের, ১০ফুট লম্বা ও ৫ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল এই ষাঁড়টি দেখে মুগ্ধ এলাকাবাসী। কুচকুচে কালো রঙের হওয়াতে ‘কালো মানিক’ নামে ডাকা হয় তাকে। ষাঁড়টির পেছনে এক সময় ১০লাখ টাকা দাম উঠলেও বিক্রি করেননি সোহাগ। এবার নিজ উদ্যোগে ঢাকায় নিয়ে গিয়ে বেগম জিয়ার হাতে তুলে দিতে চান কালো মানিককে।
এ বিষয়ে কৃষক সোহাগ বলেন, আমি কালো মানিককে অনেক কষ্ট করে গত ছয় বছর পর্যন্ত লালন-পালন করেছি। আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত না তবে বিএনপির কার্যক্রম আমার ভালো লাগে এবং নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে আমি ভালোবাসি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি আমার এই শখের গরুটিকে কোরবানি উপলক্ষে তাকে উপহার হিসেবে পাঠাবো।’
সোহাগের মা হাজেরা বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ছেলে বিএনপিকে ভালোবাসে। বাবার মৃত্যুর পর সামান্য জমিতে চাষাবাদ করে সংসার চালায়। চৈতা বাজার থেকে সোহাগ এই কালো মানিকের মাকে প্রায় দেড় লাখ টাকা দিয়ে কিনে আনার কিছুদিন পরেই কালো মানিকের জন্ম হয়। ওর গ্রোথ ভালো থাকায় অনেক আদর যত্নে গরুটিকে সোহাগ লালন পালন করছে। কয়েক বছর ধরে বলতেছে ষাঁড়টি বেগম জিয়াকে উপহার দেবে। 
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, সোহাগ একজন সাধারণ কৃষক এবং নিবেদিতপ্রাণ দলীয় কর্মী। ষাঁড় উপহার দেওয়ার বিষয়টি শুরুতে অনেকেই বিশ্বাস করেনি, তবে সোহাগের ইচ্ছা ছিল। এখন তার এই উপহার দেওয়ার বিষয়টি অনেকেই জানে।’
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সদস্য পটুয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান টোটন বলেন একজন প্রান্তিক কৃষকের এমন ভালোবাসাই প্রকাশ করে, আমাদের নেত্রী দেশবাসীর কাছে কতটা জনপ্রিয়। কতটা ভালোবাসলে একজন কৃষক তার শখের প্রাণীটিকে নেত্রীকে উপহার পাঠাতে চান। এমন একজন আপোষহীন নেত্রী পেয়ে আমরা গর্বিত।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।